বাংলাদেশ সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

তীব্র গরমে ডিপিএল: ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকি দেখছেন চিকিৎসকেরা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ১০:১৭ পিএম

তীব্র গরমে ডিপিএল: ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকি দেখছেন চিকিৎসকেরা

গত শুক্রবার ডিপিএল ২০২৩-২৪ মৌসুমের রাউন্ড রবিন লিগ পর্বের খেলা শেষ হলে পরদিন অর্থাৎ শনিবার সুপার লিগ রাউন্ডের সূচি প্রকাশ করে বিসিবির উইং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস। সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপার সিক্সের প্রথম দুই রাউন্ডের খেলা। কিন্তু এই তীব্র গরমে খেললে ক্রিকেটারদের নানিবধ স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যেতে পারে বলে মনে করেন তুষার।

শনিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‍‍`তীব্র গরমে ক্রিকেটারদের পানিশূন্যতা দেখা দিতে পারে। তাছাড়া পেশির সংকোচনও হতে পারে। এই গরমে রোদে খেলাধূলায় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।‍‍`  সেকারণে পরামর্শ দিয়েছেন একটানা রোদে না থাকার ও রঙিন কাপড় না পরার। অথচ প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের একটানা ৫০ ওভার ফিল্ডিং করতে হবে এবং খেলতে হবে রঙিন জার্সি পড়ে।

ডাক্তার তুষার বলছিলেন, ‍‍`প্রচন্ড গরমের মধ্যে ক্রিকেট খেলার সময় অবশ্যই মাঠে অবস্থানরত প্রত্যেকের নিয়মিত বিরতিতে স্যালাইন পানি অথবা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস গ্রহণ করা উচিত। কিছুক্ষণ পর পর ঠান্ডা পানি ভেজানো কাপড় বা টাওয়েল দিয়ে হাত মুখ মুছে শরীরের তাপমাত্রা কিছুটা কমিয়ে আনাটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার ক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে প্যাড গ্লাভস পরিবর্তন করা উচিত এবং ড্রিঙ্কস ব্যাকে সময় গ্লাস ব্যাগ টা খুলে রাখা উচিত যেন আটকে থাকা জায়গায় বাতাস ঢুকতে পারে বা তাপটা বের হয়ে যেতে পারে।‍‍`

আরও পড়ুন

ক্রিকেটাররা কেন দৌড়াবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে

Link copied!

সর্বশেষ :