আইপিএলে জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। সবশেষ দুই ম্যাচে হারার পরে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মহেন্দ্র সিং ধোনিদের সামনে। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নিজেদের ঘরের মাঠে চেন্নাই আতিথ্য দেবে ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্সকে। আর এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
সোমবার (৮ এপ্রিল) রাত ৮টায় এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মাঠে নামবে চেন্নাই ও কলকাতা। চার ম্যাচে দুই জয় ও দুই হারে চার পয়েন্ট চেন্নাইয়ের। প্রতিপক্ষ কলকাতা এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে।
তবে নিজেদের মাঠ ও চেনা কন্ডিশনে চেন্নাইকে হারানো সহজ হবে না নাইটদের জন্য। এ দিকে চেন্নাইয়ের কন্ডিশনে ফিজকে একাদশে রাখতে চাইবে টিম ম্যানেজচমেন্ট। ভ্রমণক্লান্তি থাকলেও সেটা কাটিয়ে ওঠার আশা কাটার মাষ্টারের।আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন মুস্তাফিজ। যদিও দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে খেলা তার শেষ ম্যাচটা সুখকর হয়নি। ৪৭ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট। এরপরই ফিরে আসেন দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার কাজে। ভিসার কাজ শেষ করে এইমধ্যে চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন দ্য ফিজ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এ দুই দেশের ভিসা পেতে ফিঙ্গার প্রিন্ট দিতে ডাকা হয়েছিল বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। এ কারণে গেল ২ এপ্রিল দেশে এসেছিলেন মুস্তাফিজ। এ দিকে মাঝে এক ম্যাচ না খেলার সুবাদে হারিয়েছেন শীর্ষস্থান। দলকে জয়ে ফেরানোর পাশাপাশি নিজেও ফিরে পেতে চান শীর্ষস্থান, মাথায় পরতে চান পার্পল ক্যাপ।
আপনার মতামত লিখুন :