বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কোচ-ফুটবলার দ্বন্দ্বের মাঝেই বাফুফের ৩৬ জনের নতুন চুক্তি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৯:৪৮ পিএম

কোচ-ফুটবলার দ্বন্দ্বের মাঝেই বাফুফের ৩৬ জনের নতুন চুক্তি

নারী ফুটবলে চলমান সংকটের সমাধান না হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৬ জন ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে। কোচ পিটার বাটলার ইস্যুতে ১৮ জন সিনিয়র নারী ফুটবলার অনুশীলন বর্জন করলেও ফেডারেশন তাদের ছাড়াই নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে।

২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাফুফের চুক্তির আওতায় ছিলেন ৩১ জন নারী ফুটবলার। তাদের মধ্যে আনাই মুঘিনি ক্যাম্পে যোগ না দিলেও বাকি ৩০ জনের মধ্যে ১৮ জনই কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, সিনিয়র দলে থাকা ১২ জন ফুটবলারের সঙ্গে বিকেএসপি ও আর্মির বয়সভিত্তিক খেলোয়াড়দের ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন ৩৬ জন ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাফুফে।

বিদ্রোহী ১৮ ফুটবলারের বাফুফের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনো শেষ হয়নি। তাদের চুক্তিপত্র প্রস্তুত রাখা হয়েছে এবং যদি তারা কোচ বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হন, তাহলে তারাও নতুন চুক্তির আওতায় আসতে পারেন। তবে সাবিনা, সানজিদা, কৃষ্ণারা এখনো তাদের সিদ্ধান্তে অনড় এবং বাটলারকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। বাফুফের নতুন পদক্ষেপে তারা আরও হতাশ হয়েছেন।

বাফুফে গত দুই বছর ধরে চুক্তিবদ্ধ ফুটবলারদের পারিশ্রমিক সময়মতো পরিশোধ করতে পারেনি। এ নিয়ে একাধিকবার সমালোচনা হয়েছে। বর্তমানে ৩৬ জন নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড় যুক্ত হওয়ায় যদি বিদ্রোহী ফুটবলাররাও ফিরে আসেন, তাহলে চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা ৫০-এর বেশি হবে। ফলে প্রতি মাসে এত সংখ্যক খেলোয়াড়ের পারিশ্রমিক পরিশোধ করা ফেডারেশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বাফুফের এই নতুন সিদ্ধান্ত নারী ফুটবলের সামগ্রিক পরিস্থিতির কতটা উন্নতি করবে, সেটাই এখন দেখার বিষয়।

Link copied!

সর্বশেষ :