আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময়সীমা বাড়ল মুস্তাফিজুর রহমানের। তাতে দেশে ফেরার আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১ মে’র ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার। সিরিজ মাঠ গড়াবে ৩ মে আর শেষ হবে ১২ মে।
তবে সময় বাড়ায় ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষেও খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।তিনি বলেন, ‘মুস্তাফিজ ৩০ তারিখে ফিরে আসার কথা ছিল কিন্তু আমরা এখন ওকে আমরা ১ তারিখের ম্যাচ খেলে ফেরার অনুমতি দিয়েছি। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।’
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে নিজেদের ঝালিয়ে নেবে শান্ত বাহিনী। তবে বিসিবি পরিচালক আকরাম খান বলছেন, বিশ্বকাপের বছরে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বিবেচনায় জিম্বাবুয়ে সিরিজের পরিবর্তে পুরো আইপিএলে খেলার জন্য মুস্তাফিজকে অনাপত্তিপত্র দেয়া উচিত।
তিনি বলেন, ‘মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম। কারণ গত এক বছর ধরে সে সংগ্রাম করছিল। কিন্তু এখন আইপিএলে তার পারফরম্যান্সটা ভালোর দিকে যাচ্ছে। একদম যে ভালো হচ্ছে তাও না। ও যদি আইপিএলে গিয়ে এরকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা (তার থেকে) অনেক বেশি উপকৃত হব। এ জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার চেয়ে ওখানে খেললে সে অনেক কিছু শিখতে পারবে।’
আপনার মতামত লিখুন :