দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। সেই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। সুযোগ ছিল শিরোপা নিশ্চিত করার, তবে শেষ পর্যন্ত তা হতে দিল না ব্রাজিল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হলে শিরোপার লড়াই এখন গড়াল শেষ ম্যাচে।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। আক্রমণ, বলের দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারা। ব্রাজিল প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। এ সুযোগ কাজে লাগিয়ে ৩৮তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ব্রেনো বাইদনের ফাউলে হুলিও সোলার বক্সের মধ্যে পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ক্লদিও এচেভেরি, ১-০ ব্যবধানে এগিয়ে নেয় আর্জেন্টিনাকে।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। একের পর এক আক্রমণ রুখে দিয়ে ৭৮তম মিনিটে সমতা ফেরায় দলটি। ইগর সিরোতের সহায়তায় ব্রাজিলের হয়ে গোল করেন রায়ান। এরপর আর কোনো দল গোল করতে না পারলে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
এই ড্রয়ের ফলে ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা সমান ১০ পয়েন্ট নিয়ে রয়েছে। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে, আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। যদি শেষ ম্যাচের পরও দুই দলের পয়েন্ট সমান থাকে, তবে গোল ব্যবধানের ভিত্তিতেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।
আপনার মতামত লিখুন :