বাংলাদেশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ১১:২৫ এএম

সিরাজগঞ্জে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে

সিরাজগঞ্জের সকাল

সারাদেশ যখন গরমে পুড়ছে, তখন চৈত্রের শেষ সপ্তাহে বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢেকে যায় সারাজগঞ্জ। শীতের মাঝামাঝি সময়ে দেখা যায়। ঘন কুয়াশার কারণে দিনের বেলাও মহাসড়কে যানবাহন চালকদের হেডলাইট জ্বালিয়ে দেখা যায়। সারাজগঞ্জে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল।

সিরাজগঞ্জ জেলার শ্বিদাবাদের কৃষক আফসার আলী বলেন, মাঝে মাঝে চিত্রা মাসে এমন কুয়াশা দেখা দিলেও আগে কখনো দেখেননি। হালকা শীতের সঙ্গে ছিল কুয়াশা। মনে হচ্ছে মাগা মাস হচ্ছে।

আরেক কৃষক আশরাফ হোসেন বলেন, ভোর থেকেই কুয়াশা ছিল। আমি দূর থেকে কিছুই দেখতে পাচ্ছি না। গরমের দিনে এত কুয়াশা দেখিনি।

Link copied!

সর্বশেষ :