খুলনায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবায়দুল্লাহ গাজী (২৯) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার কোমলপুর গ্রামের একটি বিলে বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়।
ওবায়দুল্লাহ একই গ্রামের মো. দেলোয়ার হোসেন গাজীর ছেলে।নিহত ফুফাতো ভাই আবু সুফিয়ান বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে ওবায়দুল্লাহ পাশের কানাইডাঙ্গা বিলে তার পালিত গরুর জন্য ঘাস কাটতে যায়। সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়। মরদেহ বাড়িতে আনা হয়েছে।’
আপনার মতামত লিখুন :