বাংলাদেশ শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

নিখোঁজের সাত দিন পর সিলেটের শিশু মুনতাহার গলায় রশি পেচানো মরদেহ উদ্ধার

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৯:০৫ এএম

নিখোঁজের সাত দিন পর সিলেটের শিশু মুনতাহার গলায় রশি পেচানো মরদেহ উদ্ধার

মুনতাহার মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

আজ (১০ নভেম্বর) সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের ভাড়ারিফৌদ এলাকায় নিখোঁজের সাত দিন পর মুনতাহা আক্তার জেরিন নামে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোর ৪টার দিকে তার নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, প্রাথমিক তদন্তে দেখা যায় যে মুনতাহার গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া গেছে এবং শরীরে আঘাতের চিহ্নও রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গত ৩ নভেম্বর বুধবার বিকেল তিনটার দিকে মুনতাহা নিখোঁজ হয়। তার বাবা শামীম আহমদ জানান, সেদিন সকালে তিনি মুনতাহাকে নিয়ে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যান। এরপর বাড়ি ফিরে মুনতাহা আশপাশের বাড়ির শিশুদের সঙ্গে খেলতে বের হয়। দুপুর গড়িয়ে বিকেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। কিন্তু কোথাও পাওয়া না যাওয়ায় পরবর্তী সময়ে মুনতাহার বাবা কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

পরিবারের অভিযোগ

মুনতাহার বাবা শামীম আহমদ অভিযোগ করেছেন তার মেয়েকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল। তিনি আরও বলেন, নিখোঁজের পর থেকেই তাকে নানা উপায়ে খোঁজার চেষ্টা চালিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিখোঁজের খবরটি দ্রুত ছড়িয়ে পরে। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন।

সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আওয়াল জানান, এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। শিশুটির পরিবার ও এলাকার লোকজনের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আশ্বাস দেন, এ মর্মান্তিক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Link copied!

সর্বশেষ :