কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।
আজ রোববার বেলা ১টা ৪৩ মিনিটে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া, লাকসাম ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।
হাসানপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং গু মারমা প্রথম আলোকে বলেন, ‘গরমের কারণে রেললাইন বাঁকা হয়ে গেছে। এ কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এখন উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধার তৎপরতা শুরু হবে। এতে কেউ মারা যাননি। তবে অনেকে কমবেশি আহত হয়েছেন।’
ওই ট্রেনের যাত্রী ভৈরবের বাসিন্দা আবদুল জব্বার বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ করে ট্রেনের বগিগুলো একে একে কাত হয়ে পড়ে যায়। আমরা চিৎকার করতে থাকি। একপর্যায়ে ট্রেন থেমে যায়।’ ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রেনের বগিগুলো কাত হয়ে আছে। কোনোটি এদিক-ওদিক হয়ে গেছে। দুর্ঘটনার পর সেখানে উৎসুক মানুষ ভিড় করছেন। অনেকে মুঠোফোনে ছবি তুলছেন। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :