বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

এবার বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৯:১১ পিএম

এবার বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে সংবর্ধনা

বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুয়াজ মাহমুদ দেশে ফিরেছেন। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন আলেম।

বৃহস্পতিবার, ১ নভেম্বর, সকাল ৯:৩০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন হাফেজ মুয়াজ। সেখানে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তার এই সাফল্যে দেশের গর্বিত আলেম ও মুসলিম সম্প্রদায়ের মাঝে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়।

এছাড়াও বিশ্বজয়ী হাফেজকে তার নিজ মাদরাসায় নিয়ে যাওয়ার জন্য একটি ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হয়। এই বাসে করে তাকে নিয়ে তার মাদরাসায় পৌঁছানো হয়, যেখানে আরও বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা হয়।

গত ৩০ অক্টোবর, বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এর হাত থেকে একটি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন হাফেজ মুয়াজ। তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মেহমানদের উপস্থিতিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এর আগে, ২১ আগস্ট ২০২৪ তারিখে মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও হাফেজ মুয়াজ প্রথম স্থান অর্জন করেন। এই অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

২০১৬ সালের পর প্রথমবারের মতো তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। এর আগে গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখানে দেশজুড়ে শত শত মেধাবী হাফেজদের মধ্যে মুয়াজ প্রথম স্থান অর্জন করেন এবং তুরস্কের প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

২০২৩ সালে হাফেজ মুয়াজ ৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় নাহবেমির জামাতে অংশগ্রহণ করে মেধাতালিকায় স্থান অর্জন করেছিলেন। হাফেজ মুয়াজের এই অর্জন শুধু তার মাদরাসার জন্য নয় বরং পুরো জাতির জন্য গর্বের বিষয়।

 

Link copied!

সর্বশেষ :