বাংলাদেশ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রমজান ২০২৫: সাহরি ও ইফতারের সময়সূচি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১১:৫৩ এএম

রমজান ২০২৫: সাহরি ও ইফতারের সময়সূচি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ২ বা ৩ মার্চ ২০২৫। ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজানের জন্য ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

প্রথম রোজার সম্ভাব্য তারিখ ও সময়সূচি

তারিখ: ২ মার্চ ২০২৫ (রোববার)
সাহরির শেষ সময়: ভোর ৫:০৪ মিনিট
ইফতারের সময়: সন্ধ্যা ৬:০২ মিনিট

পূর্ণাঙ্গ সাহরি ও ইফতারের সময়সূচি (ঢাকা)

রোজাতারিখবারসাহরি শেষ      ইফতার
২ মার্চরোববার৫:০৪৬:০২
৩ মার্চসোমবার৫:০৩৬:০৩
৪ মার্চমঙ্গলবার৫:০২৬:০৩
৫ মার্চবুধবার৫:০১৬:০৪
৬ মার্চবৃহস্পতিবার৫:০০৬:০৪
৭ মার্চশুক্রবার৪:৫৯৬:০৫
৮ মার্চশনিবার৪:৫৮৬:০৫
৯ মার্চরোববার৪:৫৭৬:০৬
১০ মার্চসোমবার৪:৫৬৬:০৬
১০১১ মার্চমঙ্গলবার৪:৫৫৬:০৬

(সম্পূর্ণ সময়সূচির জন্য ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট দেখুন)

রমজানের গুরুত্ব ও রোজার ফজিলত

রমজান ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস। এই মাসেই লাইলাতুল কদরের রাতে কুরআন অবতীর্ণ হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
"যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়।" (বুখারি, ৩৮)

রোজার নিয়ত (বাংলা)

"হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করছি, যা আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে। অতএব, আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।"

ইফতারের দোয়া ও ফজিলত

নবীজি (সা.) বলেছেন—
"রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে—একটি ইফতারের সময়, আরেকটি রবের সাক্ষাৎ লাভের সময়।" (বুখারি, ১৯০৪)

ইফতারের দোয়া (বাংলা)
"হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। আপনি আমার রোজা কবুল করুন।"

রমজান মাস সকল মুসলমানের জন্য বরকতময় সময়। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাসের ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।

Link copied!

সর্বশেষ :