চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ২ বা ৩ মার্চ ২০২৫। ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজানের জন্য ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।
প্রথম রোজার সম্ভাব্য তারিখ ও সময়সূচি
তারিখ: ২ মার্চ ২০২৫ (রোববার)
সাহরির শেষ সময়: ভোর ৫:০৪ মিনিট
ইফতারের সময়: সন্ধ্যা ৬:০২ মিনিট
পূর্ণাঙ্গ সাহরি ও ইফতারের সময়সূচি (ঢাকা)
রোজা | তারিখ | বার | সাহরি শেষ | ইফতার |
---|---|---|---|---|
১ | ২ মার্চ | রোববার | ৫:০৪ | ৬:০২ |
২ | ৩ মার্চ | সোমবার | ৫:০৩ | ৬:০৩ |
৩ | ৪ মার্চ | মঙ্গলবার | ৫:০২ | ৬:০৩ |
৪ | ৫ মার্চ | বুধবার | ৫:০১ | ৬:০৪ |
৫ | ৬ মার্চ | বৃহস্পতিবার | ৫:০০ | ৬:০৪ |
৬ | ৭ মার্চ | শুক্রবার | ৪:৫৯ | ৬:০৫ |
৭ | ৮ মার্চ | শনিবার | ৪:৫৮ | ৬:০৫ |
৮ | ৯ মার্চ | রোববার | ৪:৫৭ | ৬:০৬ |
৯ | ১০ মার্চ | সোমবার | ৪:৫৬ | ৬:০৬ |
১০ | ১১ মার্চ | মঙ্গলবার | ৪:৫৫ | ৬:০৬ |
(সম্পূর্ণ সময়সূচির জন্য ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট দেখুন)
রমজানের গুরুত্ব ও রোজার ফজিলত
রমজান ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস। এই মাসেই লাইলাতুল কদরের রাতে কুরআন অবতীর্ণ হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
"যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়।" (বুখারি, ৩৮)
রোজার নিয়ত (বাংলা)
"হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করছি, যা আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে। অতএব, আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।"
ইফতারের দোয়া ও ফজিলত
নবীজি (সা.) বলেছেন—
"রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে—একটি ইফতারের সময়, আরেকটি রবের সাক্ষাৎ লাভের সময়।" (বুখারি, ১৯০৪)
ইফতারের দোয়া (বাংলা)
"হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। আপনি আমার রোজা কবুল করুন।"
রমজান মাস সকল মুসলমানের জন্য বরকতময় সময়। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাসের ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।
আপনার মতামত লিখুন :