বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০২:৩৮ পিএম

তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস স্থগিত

কুতুববাগ দরবার শরীফ (ছবি: সংগৃহীত)

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আলেম-ওলামাদের সঙ্গে কোনো ধরনের সংঘাত এড়াতে দরবার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

ওরস স্থগিতের ঘোষণা
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে দরবারের পীর ও শাহ সুফি হজরত সৈয়দ জাকির শাহের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিক্ষোভ ও মানববন্ধন
গত ২৭ জানুয়ারি প্রায় শতাধিক আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দা কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে ফার্মগেটে মানববন্ধন করেন। পরে তেজগাঁও কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা দরবার শরিফের মূল ভবনের দিকে এগিয়ে যান। এ সময় সড়কের পাশে ওরস উপলক্ষে তৈরি করা অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয় এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পুলিশি হস্তক্ষেপ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ
উত্তেজিত জনতা ওরসের গেট ও প্যান্ডেলে ভাঙচুরের চেষ্টা চালালে আলেমরা বাধা দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসী পুনরায় তেজগাঁও কলেজের সামনে অবস্থান নেন।

বার্ষিক ওরসের সময়সূচি ছিল
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জানুয়ারি) ফার্মগেট ৩৪ ইন্দিরা রোডে কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।

Link copied!

সর্বশেষ :