গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৯টা ১২ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ৯টা ৩৫ মিনিটে।
আখেরি মোনাজাত ও অংশগ্রহণ
আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। লাখো ধর্মপ্রাণ মুসল্লি অশ্রুভেজা চোখে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। টঙ্গীর তুরাগতীরে যতদূর চোখ যায়, শুধুই মুসল্লিদের সমাগম দেখা গেছে।
ইজতেমার প্রথম ধাপ
বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম ধাপ শুরু হয় ৩০ জানুয়ারি বাদ মাগরিব। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়। এ ধাপে দেশের ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নেন। তিন দিনব্যাপী এই আয়োজনে মুসল্লিরা দ্বীনি শিক্ষা, ইবাদত-বন্দেগি ও ইসলামের দাওয়াতি কার্যক্রমে অংশ নেন।
দ্বিতীয় ধাপ ও দ্বিতীয় পর্বের ইজতেমা
প্রথম ধাপের পর, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। এতে অংশ নেবেন দেশের ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এছাড়া, ৮ দিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধালভীর অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।
বিশ্ব ইজতেমার ইতিহাস ও গুরুত্ব
বাংলাদেশে বিশ্ব ইজতেমার যাত্রা শুরু হয় ১৯৪৬ সালে ঢাকার কাকরাইল মসজিদে। পরে লোকসংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের হাজি ক্যাম্প, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ কয়েকটি স্থানে আয়োজন করা হয়। ১৯৬৭ সাল থেকে এটি টঙ্গীর তুরাগতীরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে প্রতি বছর লাখো মানুষ টঙ্গীতে সমবেত হন। শুধু তাবলিগ জামাতের সাথীরাই নয়, সাধারণ মুসলমানরাও এদিন ইজতেমা ময়দানে হাজির হন। অনেকেই আগের রাত থেকেই আশপাশে অবস্থান নেন, যাতে তারা মোনাজাতে সরাসরি অংশ নিতে পারেন। বিশ্ব ইজতেমা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ, যেখানে ইসলামের দাওয়াত, আত্মশুদ্ধি ও তাবলিগের কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :