বাংলাদেশ শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

একদিন ছুটি বাড়িয়ে দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি ঘোষণা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৩:১৬ পিএম

একদিন ছুটি বাড়িয়ে দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি ঘোষণা

একদিন ছুটি বাড়িয়ে দুর্গাপূজা উপলক্ষে চারদিন ছুটি ঘোষণা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পূজার সময়টি সবার জন্য আরও আনন্দময় করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে টানা চার দিন—বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ছুটি থাকবে।

শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় বিজয়া দশমীর সরকারি ছুটিসহ পূজা উপলক্ষে এই দীর্ঘ ছুটি পাচ্ছেন সবাই। বৃহস্পতিবারের ছুটির প্রজ্ঞাপন আজ মঙ্গলবারের মধ্যেই জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

পূজা উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে আসা বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধান করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বৌদ্ধ সম্প্রদায় যেন তাদের কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে আজ মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলম ও প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা। সেখানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে তারা মতবিনিময় করেন এবং পূজার নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

 

Link copied!

সর্বশেষ :