বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিশ্ব ইজতেমা ইতিহাসে প্রথমবার শবেবরাতেই হচ্ছে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১২:১৬ পিএম

বিশ্ব ইজতেমা ইতিহাসে প্রথমবার শবেবরাতেই হচ্ছে

বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন শবে বরাত পালিত হচ্ছে।

আজ শুক্রবার বাদ ফজর নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ ইজতেমার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র জুমার বড় জামাত। বিশেষ আকর্ষণ হিসেবে, ইজতেমার ইতিহাসে এই প্রথমবার শবে বরাত পালিত হবে ময়দানে। এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে দেশ ও বিদেশের লাখো মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে সমবেত হয়েছেন।

ইজতেমায় শবে বরাত পালনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ময়দানে মুসল্লিদের ভিড় বাড়তে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এবারের ইজতেমায় শবে বরাত যুক্ত হওয়ায় লক্ষাধিক মুসল্লি বিশেষ এই রাতে ইজতেমায় উপস্থিত থেকে ইবাদত করবেন। ইতিমধ্যে মাওলানা সাদের দুই ছেলে—মাওলানা ইউসুফ বিন সাদ ও ইলিয়াস বিন সাদ—ময়দানে পৌঁছেছেন।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, আজ সকাল সোয়া ৮টায় মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে ইলিয়াস বিন সাদ ময়দানে আসেন। তারা ইজতেমার বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং তাদের একজন আজ জুমার নামাজের ইমামতি করবেন।

ইতিহাসে প্রথমবারের মতো শবে বরাত পালিত হবে ইজতেমার ময়দানে। লক্ষাধিক মুসল্লি মাগরিবের নামাজ থেকে ইজতেমা ময়দানে অবস্থান করবেন। পবিত্র এই রাতে মুসল্লিরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকবেন। অতীতের পাপ ও ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করবেন।

তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মোহাম্মদ সা‍‍`দ কান্ধলভীর অনুসারীরা এবারের ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। ময়দানে ভারতের নিজামুদ্দিন বিশ্ব মারকাজ ও পাকিস্তানের শীর্ষ মুরুব্বিগণও উপস্থিত হয়েছেন।

ইতিহাসে প্রথমবারের মতো শবে বরাত
ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার যোহরের নামাজের পর কাকরাইল মসজিদের বর্ষিয়ান মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেনের স্বাগতিক বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসরের নামাজের পর পাকিস্তানের আহলে শূরা মাওলানা শায়েখ হারুন কোরাইশির বয়ানের মধ্য দিয়ে মূল বয়ান শুরু হয়। আজ বাদ জুমা মাওলানা ওয়াসিফুল ইসলাম বয়ান করবেন।

বিকেলে বাদ আসর যৌতুকবিহীন বিয়ের আয়োজনও করা হয়েছে। এই অনুষ্ঠানে অসংখ্য মুসল্লি উপস্থিত থাকার কথা রয়েছে।

বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন শবে বরাত পালিত হচ্ছে। মুসল্লিরা একসঙ্গে শবে বরাতের ইবাদত করবেন এবং রাত শেষে রোজা রাখবেন। নামাজ শেষে বড় জামাতে জুমার নামাজ আদায় করা হবে।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম এ বিষয়ে বলেন, “এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। শবে বরাতের মতো একটি পবিত্র রাতে আমরা সবাই একসঙ্গে আল্লাহর ইবাদত করতে পারছি।”

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত জুবায়েরপন্থিদের (শুরায়ি নেজাম) ইজতেমা সম্পন্ন হয়। এবার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার বাদ আসর প্রাথমিকভাবে ইজতেমা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা আজ বাদ ফজর থেকে শুরু হয়। আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের সমাপ্তি ঘটবে।


এই ঐতিহাসিক ইজতেমায় শবে বরাত পালনের কারণে মুসল্লিদের মাঝে এক নতুন আবেগ কাজ করছে। আল্লাহর করুণা লাভের আশায় লাখ লাখ মুসল্লি নির্ভেজাল ইবাদতে মগ্ন থেকে পবিত্র শবে বরাত উদযাপন করবেন।

Link copied!

সর্বশেষ :