রাজধানীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থী ও তরুণদের পদযাত্রা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তারা পদযাত্রা শুরু করে। তবে বিকেল ৩টা ৫ মিনিটে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তারা।
আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে, এতে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। শিক্ষাভবনের সামনে ইডেন কলেজের শিক্ষার্থী তিলোত্তমা ইতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ কেন আমাদের বাধা দিচ্ছে? তারা ধর্ষকদের থামাতে পারে না, কিন্তু আমাদের থামাতে চায়! এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের হাত থেকে রেহাই পাবে না।’
নারী আন্দোলনকারীদের অভিযোগ, বাধা দেওয়ার সময় পুলিশ তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে। তিলোত্তমা বলেন, ‘এখানে নারী পুলিশও নেই, অথচ আমাদের গায়ে হাত তোলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
শহীদ মিনারে পদযাত্রা শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, ‘আমরা নারীরা আন্দোলনে অংশ নিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমাদের নানা উপহাসের শিকার হতে হয়। আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি, কেন?’
তিনি আরও বলেন, ‘আমরা রাস্তায় হাঁটতে ভয় পাই, ক্যাম্পাসেও নিরাপদ নই। বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে নারীদের নিরাপত্তা নেই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে তার পদত্যাগ দাবি করছি।’
আরেক নারী শিক্ষার্থী বলেন, ‘আমরা দায়িত্ব এড়ানোর কথা শুনতে চাই না। আমাদের নিরাপত্তা চাই, কারণ এটি জুলাই আন্দোলনের অন্যতম লক্ষ্য।’
এদিন আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হয়ে পোস্টার ও প্ল্যাকার্ড তৈরি করেন। তাদের বার্তায় লেখা ছিল— ‘পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই’, ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’, ‘আমরা জন্ম থেকে শহীদ, তনু ধর্ষণ ও হত্যার বিচার কই’ ইত্যাদি।
আপনার মতামত লিখুন :