বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ১১:২৮ পিএম

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

ছবি: সংগৃহীত

কিছুতেই থামছে না ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সংঘর্ষ। ২৪ ঘণ্টার ব্যবধানে পুনরায় সংঘর্ষে জড়িয়েছে প্রতিষ্ঠানটির শাখা ছাত্রলীগের দুইটি পক্ষ। 

সূত্র জানায়, বুধবার ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের ৩য় পর্বের এক শিক্ষার্থীকে র‌্যাগ দেয় ৫ম পর্বের কয়েকজন শিক্ষার্থী। র‌্যাগিং দেওয়া ও নিজেদের মধ্যকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়। 

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য়, ৫ম ও ৭ম পর্বের অনাবাসিক শিক্ষার্থী ও কলেজ হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় মো. সালাউদ্দিন, শাহীন, রুতাপ ও মারুফ আহত হয়েছেন বলে জানা গেছে। র‌্যাগিংয়ের শিকার ও আহত শিক্ষার্থীরা বলেন, শাহীন আবাসিক হোস্টেলের শিক্ষার্থীরা একজোট হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর দফায় দফায় হামলা চালায়। মূলত ছাত্র রাজনীতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারবার আমাদের ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটছে। 

 

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন পারভেজ চৌধুরী বলেন, শুধুমাত্র ছাত্রলীগের কারণে সংঘর্ষ হচ্ছে বিষয়টি সত্য নয়। আমাদের অধ্যক্ষের অনেকটা গাফিলতির কারণে বিগত ২ বছর ধরে আমাদের ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটছে। 

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী চন্দন কান্তি সংঘর্ষের বিষয়ে বলেন, বিষয়টি সমন্ধে আমি অবগত আছি। আমি ভুক্তভোগী শিক্ষার্থীদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে আমরা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, আমি ঘটনা অবগত আছি। সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেনি।

Link copied!

সর্বশেষ :