বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সরকারবিরোধী অপপ্রচারে তিনজন আটক: পুলিশ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:৩৭ এএম

সরকারবিরোধী অপপ্রচারে  তিনজন আটক: পুলিশ

রাজধানীর আরামবাগ এলাকা থেকে সরকারবিরোধী অপপ্রচারের লিফলেটসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা। আজ বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. নজরুল ইসলাম (৪২), মো. জাহাঙ্গীর বিশ্বাস (৩২) ও শিপন (২০)। তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।


মতিঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ পুরাতন পোস্ট অফিস গলির সামনে ১৪১/এ বিল্ডিং এর নিচতলায় ‍‍`উদয়ন প্রিন্টার্স‍‍` নামক একটি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে মতিঝিল থানার একটি টিম। অভিযানে সরকার বিরোধী অপপ্রচারের ৪০০০ পিস লিফলেট এবং উক্ত লিফলেট তৈরির সিলভার রংয়ের টিনের চারটি প্লেট (ছাঁচ) উদ্ধার করা হয়। এ সময় উক্ত লিফলেটসমূহ প্রিন্টিং ও প্রচারের সাথে জড়িত থাকার অভিযোগে  নজরুল, জাহাঙ্গীর ও শিপনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, লিফলেটগুলোতে সরকার ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন অপপ্রচার ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী সফল করার আহ্বান সংবলিত লেখা রয়েছে। মতিঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ পুরাতন পোস্ট অফিস গলির সামনে একটি ভবনের নিচতলায় ‘উদয়ন প্রিন্টার্স’ নামের একটি দোকানে বিশেষ অভিযান চালায় মতিঝিল থানার একটি দল। অভিযানে সরকারবিরোধী অপপ্রচারের বেশ কয়েকটি লিফলেট এবং উক্ত লিফলেট তৈরির সিলভার রঙের টিনের চারটি প্লেট (ছাঁচ) উদ্ধার করা হয়। এ সময় ওই লিফলেটগুলো প্রিন্টিং ও প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

 

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, লিফলেটগুলোতে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচার এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি সফল করার আহ্বানসংবলিত লেখা রয়েছে।

Link copied!

সর্বশেষ :