বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন কিন্তু দানবকে সরানো যাচ্ছে না। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২০ এপ্রিল) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী আমার একজন অভিভাবক ছিলেন। তিনি শুধু আমার নয়, পুরো জাতির অভিভাবক ছিলেন। তিনি নিজেই একজন বিপ্লব। তিনি কখনো হতাশ হননি, তিনি কখনো থেমে থাকেননি। তিনি আজীবন যুদ্ধ করে গেছেন, তার জীবনটাই যুদ্ধের জীবন। তিনি একটা নতুন পৃথিবী চেয়েছিলেন, নতুন সমাজ চেয়েছিলেন। সেই লক্ষ্যে তিনি দেশের সব দেশপ্রেমী মানুষকে একত্রিত করে দেশের জন্য কাজ করেছেন।’
বিএনপি মহাসচিব বলেন,
ডা. জাফরুল্লাহ আমাদের মাঝে নেই, তা বিশ্বাস করা কঠিন। আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকে জান দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন কিন্তু দানবকে সরানো যাচ্ছে না। এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে বের হয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে।
তিনি অভিযোগ করেন, ‘দেশে এমন এক পরিস্থিতি এখন তৈরি হয়েছে, যেখানে অবলীলায় হত্যা করা হয়, গুম করা হয়। এটা একটা দুঃসময়। এই সময় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে উপড়ে ফেলা হয়েছে, অর্থনীতিকে শেষ করে দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন,
দেশের অনেক গুণীজন আজকে এখানে উপস্থিত হয়েছেন। কে কি বললো সেটা দেখার সময় নেই। আমরা যারা ’৭১- এ যুদ্ধ করেছি, যারা গণতান্ত্রিক আন্দোলনে গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন তাদের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
আপনার মতামত লিখুন :