বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।
জানাজা ও দাফনের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। তাঁর আকস্মিক মৃত্যুর কারণে ওই সমাবেশ স্থগিত করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আবদুল্লাহ আল নোমান মরহুম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করেছেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে জিয়াউর রহমানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতারা জানিয়েছেন, দেশের রাজনীতিতে তাঁর অবদান অপরিসীম। এক প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন ত্যাগী রাজনীতিবিদ এবং রাজনৈতিক অঙ্গনে একজন ব্যক্তিত্বসম্পন্ন নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
আপনার মতামত লিখুন :