বাংলাদেশ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

‘মার্চ ফর জাস্টিস’ ছাত্র আন্দোলনকারীদের নতুন কর্মসূচি.

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ১১:২১ পিএম

‘মার্চ ফর জাস্টিস’ ছাত্র আন্দোলনকারীদের নতুন কর্মসূচি.

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (৩১ জুলাই) কোটা আন্দোলনকারীসারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ পালন করবে। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ জুড়ে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুনের প্রতিবাদ, জাতিসংঘ কর্তৃক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি এবং ছাত্রসমাজের নয় দফা দাবি আদায়ে দেশের সকল আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

এর আগে আজ মঙ্গলবার (৩০ জুলাই) মুখ-চোখে লাল কাপড় বেঁধে সে ছবি তুলে অনলাইনের প্রচার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ডিবি কার্যালয়ে অবস্থানরত আন্দোলনের প্রধান ছয় সমন্বয়ক সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেও অন্য সমন্বয়করা তাদের সে ঘোষণা প্রত্যাখ্যান করেন। তারা দাবি করেন, ডিবি কার্যালয়ে তাদেরকে বাধ্য করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। তাই এখন থেকে তারাই আন্দোলন চালিয়ে যাবেন। তারই পরিপ্রেক্ষিতে তারা কর্মসূচির ঘোষণা দিচ্ছেন।

Link copied!

সর্বশেষ :