বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

জাপার আরও ১০ নেতাকে অব্যাহতি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৮:৪৮ পিএম

জাপার আরও ১০ নেতাকে অব্যাহতি

জাতীয় পার্টির (জাপার) আর ১০ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জাতীয় পার্টির (জাপার) আর ১০ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দলটির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপাসহ ১০ জনকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তাদরে অব্যাহতি প্রদান করেন।বৃহস্পতিবার (২১ মার্চ) দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শ্রী সুমন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিয়া, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন।

Link copied!

সর্বশেষ :