সত্যি হলো ইরানের হুমকি। ১৮০টি মিসাইল ছুড়লো ইরান, লক্ষ্য ইসরায়েলি বিমান ঘাঁটি ও গোয়েন্দা দপ্তর। তবে ইসরায়েলি এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্রগুলির বেশিরভাগই মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সহযোগিতায় ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে।
আজকের হামলাকে নজিরবিহীন উল্লেখ করে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইস অব ইসরাইয়েল জানায়, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই লক্ষ্য লক্ষ্যবস্তুর মধ্যে দুটি বিমান ঘাটি এবং একটি গোয়েন্দা দপ্তর ছিলো।
হামালায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির তদন্ত চলছে এবং প্রাথমিক ভাবে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে ইরানি মিসাইলের আঘাতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছে।
এছাড়া তেল আবিবে দুইজন বেসামরিক আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়েছে বর্তমানে ইসরায়েলের উপর
নতুন কোনো হুমকি নেই।
বাংকারে আশ্রয় নেওয়া বাসিন্দা এখন বোমা শেল্টার ছেড়ে যেতে পারেন। এদিকে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :