ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণে কাজ করে। নির্বাচনে আমাদের সাথে যদি কেউ জোট করতে চায়, আমরা রাজি আছি। আমাদের প্রথম টার্গেট হলো জোটগত নির্বাচন করা। যারা আমাদের সাথে কাজ করতে চায় তাদের সাথে জোটগত নির্বাচন করবো।
বুধবার (২৯ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের বেতাগী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মানুষ ইসলামের পথে এলে এমনিতেই ভালো হয়ে যায়। তখন আপনি জুলুম করবেন না, আপনি অন্যায় করবেন না।
তিনি বলেন, গাঁজাখোরের সাথে থাকলে গাঁজাখোর হবে, আলেমদের সাথে চললে আলেম হয়ে যাবে। ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয় তখন তো ভালো ছাত্র ছিল। কিন্তু দল করার পরে ওরা আর ভালো থাকে না। ওরা হয়ে যায় ধর্ষক, ওরা হয়ে যায় অমানুষ। কিন্তু ইসলামী আন্দোলনের পথে থাকলে ওই ছাত্ররা অমানুষ হতে পারে না। ইসলামী আন্দোলন এমন সংগঠন, যারা দেশের পরিবর্তন চায়, সমাজের পরিবর্তন চায়।
তিনি আরো বলেন, যে ডাকাত সে তো ডাকাতি বন্ধ করতে পারে না। যে দুর্নীতিবাজ সে তো দুর্নীতি বন্ধ করতে পারে না। যে ঘুষখোর সে তো ঘুষ বন্ধ করতে পারে না। নিজে ভালো হতে হবে তাহলেই গোটা সমাজ ও দেশ ভালো হবে।
আপনার মতামত লিখুন :