বাংলাদেশ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন হাসনাত-সারজিস

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ১২:৩৮ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন হাসনাত-সারজিস

হাইকোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধকরন রিট। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধকরন ঘোষণার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। এই রিট আবেদনটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। সোমবার, ২৮ অক্টোবর, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

আদালতে এই রিটের শুনানি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। রিটের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম জানান, "রিটে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।"

প্রসঙ্গত, গত আগস্ট মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে আরেকটি রিট আবেদন করা হয়েছিল, যা বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত বেঞ্চ খারিজ করে দেন। এবার দেখার পালা বিজ্ঞ আদালত এই রাজনৈতিক দলের ভবিষ্যতে নির্ধারণে কি রায় দেন।

 

Link copied!

সর্বশেষ :