বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ওয়ার্ড কমিটি গঠন বিএনপির দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:১৪ এএম

ওয়ার্ড কমিটি গঠন  বিএনপির দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইফতেকার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, কমিটি ঘোষণা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুনট ইউনিয়নের পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুনট ইউনিয়ন বিএনপিতে বিভক্ত দুইটি পক্ষ রয়েছে। কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন রোববার নয়টি ওয়ার্ড কমিটি গঠনের প্রস্তুতি নেন। তবে তার বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ তোলেন জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান ও তার সমর্থকেরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আনিছুর রহমানের নেতৃত্বে একটি দল পুনট অভিমুখে রওনা দেয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পুনট বাজারে অবস্থান নেয়। এর মধ্যে ইব্রাহিম হোসেন দ্রুত কমিটি ঘোষণা করেন এবং তার সমর্থকেরা পুনট বাজারে প্রতিপক্ষের কার্যালয়ে ভাঙচুর চালায়। এসময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেকের কাছে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও পেট্রোল বোমা ছিল।

ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা


ইব্রাহিম হোসেন বলেন, “আমরা কণ্ঠ ভোটের মাধ্যমে কমিটি ঘোষণা করেছি। কিন্তু যারা কমিটিতে জায়গা পাননি, তারা এ কমিটি প্রতিহত করতে চেয়েছিল।”

অন্যদিকে আনিছুর রহমান বলেন, “আমরা চেয়েছিলাম কমিটি স্বচ্ছ হোক। কিন্তু তারা আওয়ামী লীগের হাইব্রিডদের নিয়ে কমিটি করার চেষ্টা করেছে। আমরা প্রতিহত করতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ ও সেনাবাহিনী আমাদের থামিয়ে দেয়।”
কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীও টহল দিচ্ছে।

ভারপ্রাপ্ত ইউএনও মো. ইফতেকার রহমান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি রোববার বিকেল ৩টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।”

Link copied!

সর্বশেষ :