বাংলাদেশ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

রেমিটেন্স নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০৭:৩৭ পিএম

রেমিটেন্স নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

তিনি বলেন, প্রতি মাসে প্রবাসীদের দেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বাড়ছে। এমনকি গত মাসে (ফেব্রুয়ারি) বাংলাদেশ ২.১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। আজ দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন আয়োজিত খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কাব স্কাউটস ছুটির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ স্কাউটস, খানসামা উপজেলা আয়োজিত কাব হলিডে কর্মসূচীতে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ কাব স্কাউট, স্কাউট এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।খানসামা ইউএনও মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী লায়নসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


 

Link copied!

সর্বশেষ :