বাংলাদেশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বিএনপির সম্মেলন স্থগিতের প্রতিবাদে হরতালের ডাক

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১০:৫০ এএম

বিএনপির সম্মেলন স্থগিতের প্রতিবাদে হরতালের ডাক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের প্রতিবাদে অনির্দিষ্টকালের হরতালের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীরা এ কর্মসূচি ঘোষণা করেন।

 

বিক্ষোভ ও হরতালের ঘোষণা

সম্মেলন স্থগিতের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিএনপির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর প্রার্থী ও ভোটাররা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন। বিএনপির উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হরতাল কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

সম্মেলন স্থগিতের কারণ ও নেতাকর্মীদের ক্ষোভ

দুওসুও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার পরও হঠাৎ করে জেলা বিএনপি সম্মেলন স্থগিতের ঘোষণা দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই প্রার্থী ও ভোটাররা বিক্ষোভ মিছিল ও হরতালের ডাক দেন।

 

বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন—

  • "জিয়ার সৈনিক এক হও, লড়াই করো"
  • "আপোষ নয়, সংগ্রাম—সংগ্রাম"
  • "দালালি না রাজপথ, রাজপথ—রাজপথ"
  • "সম্মেলন স্থগিত মানি না, মানবো না"

জেলা বিএনপির বিরুদ্ধে নেতাদের অভিযোগ

নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও কেন সম্মেলন স্থগিত করা হলো, সে বিষয়ে জেলা বিএনপিকে জবাব দিতে হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের দাবি, জেলা বিএনপি কার নির্দেশে ও কাদের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে, তা পরিষ্কার করতে হবে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে আতাত করা কিছু ব্যক্তি বিএনপির অভ্যন্তরে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

বক্তারা আরও বলেন, "এতদিন আন্দোলন করেছি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এবার বিএনপির অভ্যন্তরের চক্রান্তকারীদের হটানোর আন্দোলন শুরু করব।"

জেলা বিএনপির প্রতিক্রিয়া মেলেনি

সম্মেলন স্থগিতের বিষয়ে জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Link copied!

সর্বশেষ :