বাংলাদেশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, যশোরে ইটভাটায় গুলিবিদ্ধ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৬:৫৫ পিএম

আওয়ামী লীগ কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, যশোরে ইটভাটায় গুলিবিদ্ধ

যশোরে ইটভাটায় গুলিবিদ্ধ আওয়ামী লীগের কর্মী হানিফ হোসেন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ শুক্রবার দুপুরে তাঁর লাশ যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত হানিফ শহরের লোন অফিসপাড়ার রুস্তম আলীর ছেলে। যশোর সদর উপজেলার দাইতলায় জমি কিনে সেখানে বসবাস করতেন তিনি। গতকাল রাতে জেলার বাঘারপাড়া উপজেলার একটি ইটভাটায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামরুল ইসলামের (টুটুল) ভাঙ্গুরা ইটভাটায় গতকাল রাতে গুলিবিদ্ধ হন হানিফ। রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হানিফের স্ত্রী শিরিন খাতুন বলেন, ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর রাত দুইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হানিফ। পরে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়ার সময় তিনি মারা যান। তিনি বলেন, গতকাল সকালে হানিফকে বারবার কল করছিলেন জামদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম। একপর্যায়ে কামরুলের বাড়ির উদ্দেশে রওনা হন হানিফ। রাতে হানিফের গুলিবিদ্ধ হওয়ার খবর জানতে পারেন।

জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটভাটার মালিক কামরুল ইসলামের পিস্তল থেকে গুলি বের হয়ে হানিফের গায়ে লাগে। ওই গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনেরা এখনো মামলা করেননি।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলামকে আটক করলে বিস্তারিত জানা যাবে। হানিফের নামে হত্যাচেষ্টা, অস্ত্রসহ দুটি মামলা আছে। সব মামলায় তিনি জামিনে ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি জানান।


 

Link copied!

সর্বশেষ :