বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সিলেটে বিপণিবিতানের সাইনবোর্ডে ভেসে উঠল চাচা হাসু আপা কোথায়?

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:৩১ পিএম

সিলেটে বিপণিবিতানের সাইনবোর্ডে ভেসে উঠল চাচা হাসু আপা কোথায়?

সিলেটে বিপণিবিতানের সাইনবোর্ডে ভেসে উঠল চাচা হাসু আপা কোথায়? চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে!

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা শপিং কমপ্লেক্সে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। বুধবার রাতে বিপণিবিতানের এক ডিজিটাল সাইনবোর্ডে আকস্মিকভাবে ভেসে ওঠে— “চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে!”

স্থানীয়রা বিষয়টি দেখে অবাক হয়ে যান, আর কিছুক্ষণের মধ্যেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই কৌতূহল ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

সাইনবোর্ড হ্যাকিং, ফেসবুকে ভাইরাল ভিডিও

এ ঘটনায় বিপণিবিতান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করা হয়েছিল। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে থাকা নিরাময় ডেন্টাল কেয়ারের পরিচালক মারজান সিদ্দিকী জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং ইতোমধ্যে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মনিরুজ্জামান মোল্লা) জানান, ঘটনার পরপরই পুলিশ বিপণিবিতানে গিয়ে তদন্ত করে। স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা নিশ্চিত করেছেন, এটি একটি হ্যাকিংয়ের ঘটনা, এর সঙ্গে বিপণিবিতানের কেউ জড়িত নন।

সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সাইনবোর্ড হ্যাকিংয়ের এ ঘটনা নিয়ে সাইবার নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ডিজিটাল ডিসপ্লেগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ‘চাচা, হাসু আপা কোথায়?’ বার্তা ছড়িয়ে না পড়ে!

 আপনার মতামত কী? এমন হ্যাকিং ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্টে জানান!

Link copied!

সর্বশেষ :