বাংলাদেশ শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩১

আবারো রোহিঙ্গাদের জন্য ২০ কোটি ডলার মার্কিন সহায়তা ঘোষণা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৩:৪০ পিএম

আবারো রোহিঙ্গাদের জন্য ২০ কোটি ডলার মার্কিন সহায়তা ঘোষণা

রোহিঙ্গাদের জন্য ২০ কোটি ডলার মার্কিন সহায়তা ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশে তাদেরকে আশ্রয় দেয়া স্থানীয় সম্প্রদায়ের জন্য প্রায় ২০ কোটি ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে। যার মধ্য থেকে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট দেবে ( USAID) ১২ কোটি ৯ লাখ ডলার আর বাকি সাত কোটি ডলার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন সহায়তা মিলিয়ে ২০১৭ সাল থেকে এই অঞ্চলে রোহিঙ্গাদের জন্য আসা মার্কিন সহায়তা ২৫০ কোটি ডলারের বেশি হবে। এর মধ্যে ২১ কোটি ডলারের বেশি বাংলাদেশের তহবিলে গেছে।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া জাতিসংঘ সাধারন পরিষদ এর অধিবেশনের ফাঁকে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এ ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নতুন আর্থিক সহায়তার মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন দপ্তরের মাধ্যমে ৭ কোটি ডলার দেওয়া হচ্ছে রোহিঙ্গা ও স্থানীয় মাঝে। আর USAID যে ১২ কোটি ৯০ লাখ ডলার দেবে, তার মধ্যে কৃষিপণ্য ঋণ সংস্থা দেবে ৭ কোটি ৮০ লাখ। পণ্য ঋণ সংস্থার অর্থের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে কেনা খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর কাছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দেওয়া সাহায্য সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের  জীবন বাঁচানো, সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে। পাশাপাশি আর্থিক এই সাহায্য  শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ প্রস্তুতি, সুরক্ষা, শিক্ষা ও দক্ষতা অর্জনের প্রশিক্ষণে অবদান রাখবে। যেগুলো রোহিঙ্গাদের আদি নিবাসে ফিরে যাওয়ার প্রস্তুতিতে সহায়তা করবে।

Link copied!

সর্বশেষ :