বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী দুটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নাশকতার আশঙ্কা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০১:৪২ পিএম

বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী দুটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নাশকতার আশঙ্কা

বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী দুটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নাশকতার আশঙ্কা

শনিবার, ১২ অক্টোবর রাত ১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করা এলপিজি বহনকারী জাহাজ ‍‍`সুফিয়া‍‍` ও ‍‍`ক্যাপ্টেন নিকোলাস‍‍` এ ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোস্টগার্ডের টাগ শিপ, মেটাল শার্ক, এবং চারটি অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দলের সহায়তায় জাহাজে থাকা ৩১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের (চট্টগ্রাম) ক্যাপ্টেন মো. জহিরুল হক।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গভীর সমুদ্রে নোঙর করা জাহাজে আগুন লাগার খবর ঊর্ধ্বতন প্রশাসন, নৌবাহিনী, এবং কোস্টগার্ডকে জানানো হয়েছে। সিনিয়র নাবিক আতিক ইউ খান জানান, লাইটারিং অপারেশন শেষে ‘সুফিয়া’কে মাদার ভেসেল ‘ক্যাপ্টেন নিকোলাস’ থেকে আলাদা করার সময় এই আগুনের সূত্রপাত হয়।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামের তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড ঘটে। সেখানে বিস্ফোরণের ফলে তিনজনের মৃত্যু হয়। এছাড়াও ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল বহনকারী দুটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটে। সব গুলো জাহাজে আগুন লাগার ঘটনা পর পর ঘটার বিষয়গুলো নাশকতা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

Link copied!

সর্বশেষ :