জাতীয় সংগীত বিকৃত করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে কটুক্তিমূলক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মো. আলম মিয়া সন্তোষপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য এবং গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন।
পুলিশ জানায়, আলম মিয়া তার টিকটক আইডিতে গত ৩-৪ দিন আগে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত করে উপস্থাপন করা হয়। এছাড়া, ড. মুহাম্মদ ইউনুস ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উস্কানিমূলক ও কটুক্তিমূলক মন্তব্য করা হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিআইও-১ মো. আলমগীর হোসেন বলেন, “জাতীয় সংগীত নিয়ে ব্যঙ্গ করা ও সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তি করার মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিল আলম মিয়া। তার এমন কার্যকলাপে জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছিল।”
আলম মিয়াকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় এবং আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
দেশের জাতীয় সংগীত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন :