টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া অন্য দুই নেতা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারী (৫৬) এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।
বিশেষ অভিযানে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ছানোয়ার হোসেনসহ (৫৪) দলটির তিন নেতাকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। গতকাল শনিবার রাত ১১:৩০ থেকে ভোর ৩:৩০ পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোন মামলায় গ্রেপ্তার?
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানার জে-ব্লকের ৯ নম্বর রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মিঠুন ফকির (২৮)-এর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন এবং গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন এই মামলার এজাহারভুক্ত আসামি। আর ছানোয়ার ও মুসা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :