বাংলাদেশ রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

‍‍`মার্চ ফর ইউনিটি‍‍` তে যোগ দিতে শহীদ মিনারে শিক্ষার্থীদের জমায়েত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৩:০৯ পিএম

‍‍`মার্চ ফর ইউনিটি‍‍` তে যোগ দিতে শহীদ মিনারে শিক্ষার্থীদের জমায়েত

শহীদ মিনারে ছাত্র জনতার জমায়েত। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি উপলক্ষে আজ ৩১ ডিসেম্বর ভোর থেকেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। তাদের লক্ষ্য ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষকে এক করার আহ্বান জানানো। আজ সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে জমায়েত হতে থাকেন এবং সকাল ৮টার মধ্যেই শহীদ মিনারের প্রাঙ্গণে উপস্থিত হন। সোমবার রাত থেকেই ঢাকার উদ্দেশে রওনা দেন অনেক শিক্ষার্থী যাতে তারা যথাসময়ে উপস্থিত থাকতে পারেন।

এদিকে, শহীদ মিনারের আশপাশে ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আয়োজনকারীরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদবিরোধী শপথে এক হওয়ার প্রচেষ্টা। আজ বিকেল ৩টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লব ঘোষণাপত্র’ কর্মসূচি ঘোষণা করেছিল। এই ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সরকার জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করার উদ্যোগ নেবে বলে জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়।


 

Link copied!

সর্বশেষ :