বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রেমিট্যান্স এসেছে সেপ্টেম্বরে ২০ হাজার কোটি টাকা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:৫৪ পিএম

রেমিট্যান্স এসেছে  সেপ্টেম্বরে ২০ হাজার কোটি টাকা

২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে যে রেমিট্যান্স এসেছে, তা গত বছরের পুরো সেপ্টেম্বর মাসের চেয়েও ৩০ কোটি ডলার বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বরে ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এর আগে গত আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার। জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের ২১ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার। এই হারে রেমিট্যান্স এলে চলতি মাস শেষে প্রবাসী আয় ২৩৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংকিং সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা রেমিট্যান্স প্রসঙ্গে বলেন, আগস্ট থেকে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী আয় বেড়ে যাওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। রিজার্ভের বিশাল পতন ঠেকানো গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ডলার। একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

Link copied!

সর্বশেষ :