বাংলাদেশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

Zakigonj Online Tv

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ১২:১৪ এএম

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সুন্দরারচক গ্রামের বাবুর বাজারের বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. আব্দুল মুমিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ২টার দিকে বাড়ির পূর্ব পাশের ঘরের কেসিগেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত। তারা প্রথমে ব্যবসায়ী মো. আব্দুল মুমিন ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণালংকার, জামাকাপড়, মোবাইল ফোন ও নগদ ১১ লক্ষ ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “ডাকাতির বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। এখনো থানায় কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ভয়াবহ এই ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Link copied!

সর্বশেষ :