বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিশ্ব জুনিয়র দাবায় জাতীয় চ্যাম্পিয়ন মননের ছন্দপতন

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৩:৫৪ পিএম

বিশ্ব জুনিয়র দাবায় জাতীয় চ্যাম্পিয়ন মননের ছন্দপতন

ইউরোপের মন্টেনেগ্রোতে চলমান বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের ছন্দপতন ঘটেছে। প্রথম রাউন্ডের ড্রয়ের পর দ্বিতীয় রাউন্ডে জয়লাভ করলেও পরবর্তীতে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে পরাজিত হয়েছেন তিনি। এর ফলে মাত্র দেড় পয়েন্ট নিয়ে বর্তমানে তার অবস্থান ১১১তম।

তৃতীয় রাউন্ডে মনন মিশরের দাবাড়ু ওয়াফা হামেদের বিরুদ্ধে কালো ঘুটি নিয়ে খেলেন এবং পরাজিত হন। এরপর চতুর্থ রাউন্ডে চাইনিজ দাবাড়ু ইউফানের বিরুদ্ধে সাদা ঘুটি নিয়ে খেললেও আবারও পরাজয় বরণ করেন। মননের বর্তমান রেটিং ২৪৩১ হলেও, গত দুই ম্যাচে তিনি এমন দুটি দাবাড়ুর কাছে হেরেছেন, যাদের রেটিং তার চেয়ে কম ছিল।

এদিকে, বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে আরেক দাবাড়ু, ফিদে মাস্টার তাহসনি তাজওয়ারও অংশগ্রহণ করছেন। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসনি তাজওয়ার চার রাউন্ড শেষে দুটি জয় নিয়ে দুই পয়েন্ট অর্জন করেছেন। তার অবস্থান বর্তমানে ৬৭তম। প্রথম রাউন্ডে ওয়াকওভার পাওয়ার পর তৃতীয় রাউন্ডে তিনি আমেরিকান তুর্কেমেনিস্তানের দাবাড়ুকে পরাজিত করেন। তবে চতুর্থ রাউন্ডে মার্কিন আন্তর্জাতিক মাস্টারের কাছে হেরে গেছেন তিনি।

এখন পর্যন্ত, বাংলাদেশের দুই দাবাড়ুই তাদের প্রত্যাশিত পারফরম্যান্স থেকে অনেকটাই পিছিয়ে আছেন। জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়ের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার শিরোপা অর্জন, আর তাহসনি তাজওয়ারের লক্ষ্য আন্তর্জাতিক মাস্টার নর্ম প্রাপ্তি। তবে বর্তমান পারফরম্যান্স অনুসারে তাদের জন্য আগামী রাউন্ডগুলোতে ধারাবাহিক জয় প্রয়োজন, বিশেষ করে পরাজিত হওয়ার পর তারা আরো পিছিয়ে পড়ছেন। ১১ রাউন্ডের এই খেলায় তাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা।

Link copied!

সর্বশেষ :