৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদন প্রক্রিয়া ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলার কথা থাকলেও অনিবার্য কারণে আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি শিগগিরই জানানো হবে বলে পিএসসির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পরীক্ষায় মোট ৩ হাজার ৬৮৮টি শূন্য পদ পূরণের কথা ছিল। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদ। ক্যাডার পদগুলোর মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কৃষি ক্যাডারে ১৬৮ জন, এবং স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে ১,৩৩১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা ছিল। সাধারণ শিক্ষা ক্যাডারে কলেজের জন্য প্রভাষক পদ ৯২৯টি, শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৯টি, মাদ্রাসায় ২৭টি এবং কারিগরি শিক্ষায় ১২টি পদ ছিল।
নন-ক্যাডার পদগুলোতে নবম গ্রেডে ৪১টি, দশম গ্রেডে ১৫৪টি, এবং দ্বাদশ গ্রেডে ৬টি পদ ছিল। ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বয়স ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পিএসসি জানিয়েছে, প্রার্থীদের বয়স নির্ধারণে কোনো ছাড় দেওয়া হবে না।
বিসিএসের আবেদনের ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এই ফি মওকুফ করা হয়েছে। সরকারি ও আধা-সরকারি সব নিয়োগ পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা ব্যাংক ও বীমাখাতেও প্রযোজ্য হবে।
বুয়েটসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের স্নাতক পরীক্ষা ফেব্রুয়ারিতে শেষ করবে বলে তারা ৪৭তম বিসিএসে আবেদন করার সুযোগ হারাচ্ছে। বিষয়টি নিয়ে আন্দোলন চলছে। তবে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, আন্দোলন ও অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে আবেদনের সময় বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে, কিন্তু খুব বেশি সময় দেওয়া হবে না।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই ঘণ্টার এই পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। পরীক্ষাটি দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
সরকার পিএসসির প্রস্তাব অনুযায়ী, প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত করার বিষয়টি বিবেচনা করছে। তবে একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের হবে।
৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন স্থগিত হওয়ার পেছনের কারণ পিএসসি বিস্তারিতভাবে উল্লেখ না করলেও এটি অনিবার্য পরিস্থিতির কারণে হয়েছে বলে উল্লেখ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন তারিখ ঘোষণা করলে প্রার্থীদের প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়া যথাযথভাবে পরিচালনা করার সুযোগ পাবে।
আপনার মতামত লিখুন :