বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক থেকে ড. ইউনূসের অন্তবর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম চলতি মাসেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। এক নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণ করতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, "আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা রয়েছে। সেই দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটা সম্ভব নয়।"
তিনি আরও বলেন, "বর্তমানে সরকারে স্থিতিশীলতা এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি। এখন রাজনৈতিক দলের কার্যক্রম বেশি গুরুত্বপূর্ণ। যদি জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং দলের প্রক্রিয়ায় যুক্ত হব।"
নাহিদ ইসলাম জানিয়েছেন, নতুন দলটি চলতি মাসেই গঠিত হবে। সে ক্ষেত্রে, তিনি এ মাসেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। "আর কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন," বলেন তিনি।
তথ্য উপদেষ্টা আরও জানান, গত ছয় মাস ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সারাদেশে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে। দল গোছানোর মূল কাজ তারাই করছে।

উল্লেখ্য, আজ ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা করার কথা ছিল। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে ২৪ দফার ইশতেহার তৈরির কাজ শুরু করেছে। এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি কমিটি কাজ করছে।
আপনার মতামত লিখুন :