বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্টের জোরালো অভিযান: ১ সপ্তাহে আদায় ২১ লাখ টাকা জরিমানা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৭:৩৫ পিএম

পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্টের জোরালো অভিযান: ১ সপ্তাহে আদায় ২১ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। গত এক সপ্তাহে মোবাইল কোর্টের মাধ্যমে ইটভাটা, শিল্পকারখানা, নিষিদ্ধ পলিথিন এবং যানবাহনের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে।

রংপুর, নীলফামারী, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও কুড়িগ্রামে পরিচালিত অভিযানে ১৩টি মামলার মাধ্যমে ২২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় দুটি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সাতটি ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ঢাকার বিভিন্ন অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯২ হাজার টাকা জরিমানা আদায় এবং পাঁচটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ও বিজয়নগরে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে ৮২ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ১০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

শিল্পকারখানা দূষণ নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জে এক স্টিল রি-রোলিং মিল থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সীসা বা ব্যাটারি গলানো বন্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় সাতটি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে দূষণবিরোধী এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


 

Link copied!

সর্বশেষ :