শেরপুরে ক্রিকেট খেলতে বাধা দেওয়ায় লাঠি ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে ব্যবসায়ী হাবিবুর রহমান লেমনকে হত্যা করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে মারা যান লেমন। শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
কীভাবে ঘটল এই ঘটনা?
শুক্রবার বিকেলে শেরপুর পৌর শহরের দিঘারপাড় মহল্লায় লেমনদের মালিকানাধীন ধানের চাতালে কয়েকজন যুবক ক্রিকেট খেলতে যান। লেমন তাদের খেলতে নিষেধ করলে স্থানীয় ফজু মিয়া, তার তিন ছেলে নাজমুল ইসলাম বাবু, সাংবাদিক মনিরুজ্জামান মনির ও মো. লিখনসহ কয়েকজন মিলে ক্রিকেট ব্যাট, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।
গুরুতর আহত লেমনকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়। শনিবার রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলা ও পরবর্তী ব্যবস্থা
ওসি জুবায়দুল আলম জানান, প্রথমে হত্যাচেষ্টার মামলা হলেও এখন এটি হত্যা মামলায় রূপ নেবে। লেমনের মরদেহ শেরপুরে এনে ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :