বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১০:২৭ পিএম

চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

অটোরিকশা ছিনতাই করতেই রিকশাচালকে হত্যা করে লাশ শালবনের মধ্যে রাখা হয়: পিবিআই

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাই করতে চালক ফালান মিয়াকে হত্যা করে লাশ শালবনে ফেলে দেওয়া হয়। চারজন গ্রেপ্তার, আরও আসামিদের ধরতে অভিযান চলছে।

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাই করতে চালক ফালান মিয়াকে হত্যা করে তার লাশ শালবনের ভেতর ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে মাত্র ২৮ হাজার টাকায় অটোরিকশাটি ভাঙারির দোকানে বিক্রি করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজ শনিবার এই তথ্য জানায়।

কীভাবে ঘটলো এই হত্যাকাণ্ড?

  • ৯ ফেব্রুয়ারি রাতে মাওনা চৌরাস্তা থেকে ফালানের অটোরিকশা ভাড়া নেয় চারজন।
  • বেলতলী জোড়পুকুর এলাকায় পৌঁছে ফালানের হাত-পা বেঁধে অটোরিকশা ছিনতাই করে।
  • শ্বাসরোধে হত্যা করে লাশ শালবনের ভেতর ফেলে দেয়।
  • পরদিন ২৮ হাজার টাকায় ভাঙারির দোকানে বিক্রি করে অটোরিকশাটি।

পরিবারের আকুতি

ফালানের স্ত্রী রিনা আক্তার ১০ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১১ ফেব্রুয়ারি শালবনে তার মরদেহ পাওয়া যায়। স্বজনদের দাবি,
“ফালান প্রতিদিনের মতো কাজে বের হয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। আমরা ন্যায়বিচার চাই।”

চারজন গ্রেপ্তার, বাকিদের ধরতে অভিযান

পিবিআই তদন্তে চারজনের জড়িত থাকার তথ্য পায় এবং তাদের গ্রেপ্তার করে। তারা আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
গ্রেপ্তারকৃতরা:

  1. মো. সাগর (২২) – ময়মনসিংহ
  2. মো. শাহিন (২০) – টাঙ্গাইল
  3. মো. শুক্কুর আলী (৪৪) – ময়মনসিংহ
  4. মো. আরিফ হোসেন (১৮) – ময়মনসিংহ

পিবিআই জানিয়েছে, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Link copied!

সর্বশেষ :