রাজধানীর মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা নিখিলের সহযোগী রিপন আহম্মেদ রিংকু (৩০) গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার বিকেলে মিরপুর ২ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত রিপন আহম্মেদ ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ঘনিষ্ঠ সহযোগী। তিনি মিরপুর এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগ নেতা গ্রেপ্তারের ঘটনায় পুলিশের হাতে দৃশ্যমান ভিডিও ফুটেজ এসেছে, যেখানে রিপন আহম্মেদকে ছাত্র আন্দোলন দমনে সরাসরি জড়িত থাকতে দেখা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এছাড়াও পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় আরও এক যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতা- কর্মীরা উপজেলা শহর সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা হামলার প্রস্তুতি নেয় এবং সাথে দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র, লোহার রড, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে।
আপনার মতামত লিখুন :