বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জে জাপা নেতা দেলোয়ার গ্রেফতার

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৭:৫৩ এএম

নারায়ণগঞ্জে জাপা নেতা দেলোয়ার গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা দেলোয়ার গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জাপা) নেতা দেলোয়ার হোসেন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বন্দর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম)।

কেন গ্রেফতার করা হলো?

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা ও হত্যার অভিযোগে দেলোয়ার প্রধানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন—
"তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে কাজ চলছে।"

কে এই দেলোয়ার প্রধান?

  • নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি
  • কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
  • ওসমান পরিবারের ঘনিষ্ঠ রাজনীতিক

পরবর্তী আইনি পদক্ষেপ

গ্রেফতারের পর দেলোয়ার প্রধানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মামলাগুলোর পর্যালোচনা শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

Link copied!

সর্বশেষ :