বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:৪৮ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা

  • জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সজাগ থাকার নির্দেশ
  • পুলিশ টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার
  • অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
"আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে যে জনগণ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে ও নিরাপদে ঘুমাতে পারে।"

অভিযান চলবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান চলবে।

এছাড়া দায়িত্বে অবহেলার কারণে গুলশান থানার এক এসআই ও এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান তিনি।

Link copied!

সর্বশেষ :