প্রতি বছরের ন্যায় এবারেও ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে”। বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেল এবং সকল ইলেকট্রনিক মিডিয়াকে এই বার্তা জনগনের কাছে পৌছে দেয়ার আহবান জানিয়েছে পিআইডি।
এবারের জাতীয় ভোটার দিবসের আয়োজন অন্যান্য বছরের তুলনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা গেছে, এবার দিবসটি উদযাপন করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে প্রধান অতিথি করে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে ৪-৬ জনকে আমন্ত্রণ জানানো হতে পারে।
জাতীয় ভোটার দিবস ২০১৯ সালে প্রথমবার উদযাপিত হয়। সে সময় রাষ্ট্রপতি প্রধান অতিথি এবং জাতীয় সংসদের স্পিকার বিশেষ অতিথি ছিলেন। ২০২০ সালে আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এরপর ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে অনুষ্ঠিত ভোটার দিবসের আয়োজনে প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি এবং নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০২৫ সালের সপ্তম জাতীয় ভোটার দিবসের আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পাশাপাশি জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, শিক্ষা, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের এই আয়োজনের মূল লক্ষ্য ভোটারদের মধ্যে গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করা এবং সবাইকে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি উৎসাহিত করা।
আপনার মতামত লিখুন :