বাংলাদেশ বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সিলেটে স্ত্রীর জানাজার আধা ঘণ্টা আগে স্বামীর মৃত্যু: এলাকাবাসীর শোক

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৩৭ পিএম

সিলেটে স্ত্রীর জানাজার আধা ঘণ্টা আগে স্বামীর মৃত্যু: এলাকাবাসীর শোক

মৃত মো. জামসেদ আলী

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্ত্রীর জানাজার মাত্র আধা ঘণ্টা আগে স্বামীও মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইলামেরগাঁও আটঘর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে মোছা. হাওয়ারুন নেছা (৭৯) গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ রোববার বেলা ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই হঠাৎ করে তাঁর স্বামী জমসেদ আলী (৯৮) অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, জমসেদ আলী হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি স্ত্রীর জানাজায় অংশ নিতে বাড়ি ফিরে আসেন। কিন্তু জানাজার আধা ঘণ্টা আগে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

পরিবারের সদস্যরা জানান, হাওয়ারুন নেছার জানাজা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জমসেদ আলীর দাফন সম্পন্ন হয়। স্বামী-স্ত্রী দুজনকে পাশাপাশি কবর দেওয়া হয়। তাঁদের এই অনন্য মৃত্যুতে এলাকার মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

জমসেদ ও হাওয়ারুন দম্পতির ছয় ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁদের বড় ছেলে আবদুল আজিজ বলেন, ‘এক দিনের ব্যবধানে বাবা-মাকে হারানো আমাদের জন্য চরম বেদনার। তাঁরা সব সময় একসঙ্গে থেকেছেন, মৃত্যুতেও একসঙ্গে চলে গেলেন।’ পরিবার ও আত্মীয়স্বজনরা মনে করছেন, হাওয়ারুন নেছার মৃত্যুতে শোক সহ্য করতে না পারায় জমসেদ আলীর হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসীর শোক

স্থানীয় বাসিন্দারা জানান, জমসেদ আলী ও হাওয়ারুন নেছা দীর্ঘদিন ধরে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন। তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল খুবই গভীর। তাঁদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

চিকিৎসকদের মতে, প্রিয়জন হারানোর গভীর শোক থেকে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে। জমসেদ আলীর মৃত্যুর ঘটনাকে চিকিৎসকরা ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ (শোকজনিত হৃদরোগ) বলে ব্যাখ্যা করেছেন। এটি সাধারণত গুরুতর মানসিক আঘাতের ফলে হয়ে থাকে।

বিশ্লেষকদের মতে, জমসেদ ও হাওয়ারুন দম্পতির এই বিদায় একটি বিরল ভালোবাসার গল্পের সাক্ষী হয়ে থাকবে। এলাকাবাসী ও আত্মীয়স্বজনদের মতে, তাঁরা দাম্পত্য জীবনে সব সময় একে অপরের সুখ-দুঃখের সঙ্গী ছিলেন। তাঁদের এভাবে একই দিনে মৃত্যুবরণ করা অনেকের কাছেই এক অপূর্ব ভালোবাসার নিদর্শন।

তাঁদের স্মরণে স্থানীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা সেখানে অংশ নেবেন এবং মরহুমদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।

একসঙ্গে বেঁচে থাকার পর একসঙ্গে পৃথিবী ছেড়ে যাওয়া সত্যিই বিরল এক ঘটনা। এই দম্পতির জীবন, ভালোবাসা ও মৃত্যু এলাকাবাসীর মনে গভীর ছাপ রেখে গেছে।

 

Link copied!

সর্বশেষ :