বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েব

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৬:০৯ পিএম

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন  আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েব

ড.ইউনূসের সঙ্গে আহমেদ আল তাইয়েবের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

আল-আজহার আল শরীফের গ্র্যান্ড ইমাম, আহমেদ আল তাইয়েব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন। আজ মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে এক বৈঠকে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

আল-আজহারে বক্তৃতা ও বৃত্তি ঘোষণা

সাক্ষাৎকালে গ্র্যান্ড ইমাম আল-আজহারে বক্তব্য প্রদানের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান। এ সময় তিনি ঘোষণা করেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন করে ফুলিফান্ড বৃত্তির ব্যবস্থা করবে। যা শিক্ষার্থীদের জন্য দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণের বিশেষ সুযোগ সৃষ্টি করবে।

ড. ইউনূস গ্র্যান্ড ইমামের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে তাকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি ছাত্র-নেতৃত্বাধীন গণ-আন্দোলনের মাধ্যমে দেশের অর্জিত পরিবর্তনগুলো স্বচক্ষে দেখার অনুরোধ জানান। বৈঠকে ড. ইউনূস গণ-অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলো নিয়েও আলোচনা করেন।

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ

আহমেদ আল তাইয়েব ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, "আপনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। আপনি একজন মেধাবী ও বুদ্ধিমান নেতা। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার প্রচেষ্টার প্রতি আমার স্যালুট রইল।" তিনি বাংলাদেশের ভবিষ্যতের প্রতি আস্থা প্রকাশ করেন এবং ড. ইউনূসের নেতৃত্বে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন।

ড. ইউনূসের সামাজিক অবদান ও নেতৃত্বের প্রশংসা

গ্র্যান্ড ইমাম প্রফেসর ইউনূসের নেতৃত্ব, তার সমাজ সেবা, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণদানে অগ্রণী ভূমিকা এবং দারিদ্র্য মোকাবেলায় আজীবন প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি ড. ইউনূসের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচির প্রশংসা করেন যা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

আর্ট অব ট্রায়াম্ফ উপহার প্রদান

ড. ইউনূস এসময় গ্র্যান্ড ইমামের হাতে "আর্ট অব ট্রায়াম্ফ" নামে বিপ্লবকালীন সময়ের একটি আর্ট বই হস্তান্তর করেন। বইটিতে বিপ্লবের সময় আঁকা দেওয়ালের ম্যুরাল ও গ্রাফিতি অন্তর্ভুক্ত আছে। গ্র্যান্ড ইমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা করেন এবং আল-আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিভা এবং যোগ্যতাকে স্বীকৃতি দেন।

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির জন্য গ্র্যান্ড ইমামের এই আশাবাদ এবং আল-আজহারের বৃত্তি ঘোষণা দেশ-বিদেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

 

Link copied!

সর্বশেষ :