চট্টগ্রামের ২ নম্বর গেট মোড়ে গ্যাসের পাইপ ফেটে সড়কের উপর আগুন ধরে যায়, এতে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার রাত ৮টার দিকে হঠাৎ করে গ্যাস পাইপ ফুটো হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ফলে মুরাদপুর থেকে জিইসি মোড়গামী সড়ক অবরুদ্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ
স্থানীয়রা জানান, রাতের বেলা আকস্মিকভাবে রাস্তার উপর আগুন জ্বলে ওঠে, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার শুরু করে।
দমকল বাহিনীর অভিযান
রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায় যে, বায়েজিদ ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। পাশাপাশি কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্ত হন।
গ্যাস সংযোগ বন্ধ, মেরামতে সময় লাগবে
কেজিডিসিএলের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান জানান, সড়কে খোঁড়াখুঁড়ির কারণে পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। আগুন পুরোপুরি নেভানোর জন্য মুরাদপুর, রহমান নগর, আলফালাহ গলি ও মেয়র গলির গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিক খান জানান, পাইপ ফুটো মাটির নিচে হওয়ায় সেটি শনাক্ত করতে কিছুটা সময় লাগবে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চলছে।
আপনার মতামত লিখুন :